এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে ৩ গ্রাম হিরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সদরপাড়া তাদের নিজ বাড়ি দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার সদরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ফরহাদ (৩৭) এবং একই গ্রামের ওসমান গনির ছেলে মোহন বাবু (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, ফরহাদ ও তার সহযোগী মোহন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা আসছিলেন। তারই ধারাবাহিকতায় রবিবার রাতে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ফরহাদের কাছ থেকে দুই গ্রাম ও মোহনের কাছ থেকে এক গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ তাদের আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
