http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 26 January 2023
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. আইন-বিচার
 4. আন্তর্জাতিক
 5. আবহাওয়া বার্তা
 6. কিশোরগঞ্জ
 7. কৃষি বার্তা
 8. খুলনা
 9. খেলাধুলা
 10. খোলা কলাম
 11. গনমাধ্যাম
 12. গাইবান্ধা
 13. গাজীপুর
 14. চট্টগ্রাম
 15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার মোকামতলা ইউপি সদস্যকে মারপিট, থানায় অভিযোগ

admin
January 26, 2023 11:21 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পূর্ব শক্রতার জেরে মোকামতলা ইউপির পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যকে মারপিট,, টাকা, স্বর্ন, ছিনতাই, গুরতর আহত, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবী শিবগঞ্জ থানার অভিযোগ ও বাদী সুত্রে জানা গেছে, উপজেলার মোকামতলা ইউপির ৪,৫ ও ৬   সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফাইমা বেগম প্রতিদিনের ন্যায় বুধবার ইউনিয়ন পরিষদে প্রবেশ করলে পূর্ব পরিকল্পিত ভাবে বিবাদী মজিবর রহমানের পুত্র শফিকুল ইসলাম,

আমজাদ প্রাং এর পুত্র এনামুল হক, লিখন, রানা সহ অজ্ঞাত ৪/৫ জন  বাদীর সামনে এসে বলে তুই এ পরিষদে কেন।  তখন সে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে বাদীকে  বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে কাছে থাকে ১লক্ষ টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেয। বাদী আরও জানান এঘটনায় মোকামতলা ইউপি চেযারম্যানও জড়িত আছে।

মোকামতলা ইউপি চেয়ারম্যান  আহসান হাবিব সবুজের সাথে কথা বললে তিনি জানান  ঘটনার সময় আমি ছিলাম না, তবে বিষয়টি সম্পর্কে জেনেছি এবং উভয় পক্ষকে নিয়ে একটি সুষ্ঠ সমাধানের চেষ্টা করছি। ভুক্তভোগী ফাইমা বেগম ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় এসে শাস্তির দাবী জানান।

আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।