স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে মোটরসাইকেল নিয়ে ছাগল চুরি, পালানোর সময় ২চোর আটক। জানা যায়, ২২ অক্টোবর শনিবার ১২টায় মাঝিহট্ট ইউপির বার কাউনিয়া গ্ৰামে রাস্তা ভুল করে ১টি ছাগল ও মোটরসাইকেল নিয়ে দুই চোর ঢুকে এদিক সেদিক ছোটাছুটি করছিল গ্রামের লোকজন সন্দেহ করে তাদেরকে জিজ্ঞেস করলে তারা আবোল তাবোল বলতে থাকে। গ্রামবাসীরা স্থানীয় ইউপি সদস্য বাদেশ আলী কে খবর দেয়।
পার্শ্ববতী দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউপির পাঁচ খুপি গ্ৰামের বর্তমান দুপচাঁচিয়া সর্দার পাড়া গ্রামের আজাহার আলী ইয়াকুব এঁর ছেলে স্বপন ২৪ ও একই ইউপির ডাকাহার মাসিন্দা পাঁচ খুপি উত্তর পাড়া গ্ৰামের মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ২২ একটি ছাগল চুরি করে পালানোর সময় গ্রামবাসী কর্তৃক আটক করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
শিবগঞ্জ থানার এসআই ছোহরাফ সঙ্গীয় ফোর্স সহ চুরি কাজে ব্যবহৃত ১টি আর টি আর RTR apache যার নং নওগাঁ – ল- ১১-৩৯৫৪ মোটরসাইকেল, ১টি ছাগল ও দুই চোর কে আটক করে থানায় নিয়ে যায়। এবিষয়ে নিশ্চিত করেছেন ইউপি সদস্য বাদেশ আলী।