এম,এ রাশেদ
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) তানভীর হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা।
এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, আওয়ামীলীগ নেতা এমদাদুল হক এমদাদ, সাহাবুদ্দিন শিবলী, সোহেল রানা মিন্টু, আতিক রহমান, সাবেক জেলা পরিষদের সদস্য মারুফ রহমান মুঞ্জু, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, আহসান হাবিব সবুজ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু, পৌর আওয়ামীলীগ নেতা আমিনুল হক দুদু, সামছুল মোল্লা, কৃষক লীগ নেতা লুৎফর রহমান, পৌর কাউন্সিলর খ.ম শামীম, রুহুল আমিন সরকার, স্বেচ্ছা সেবকলীগ নেতা শাহীন শাহ মন্ডল প্রমুখ। পরে প্রধান অতিথি পৌর এলাকার ৩শতাধিক অসহায় গরীবদের মাঝে শাড়ী, লুঙ্গী, চিনি ও নারিকেল বিতরণ করেন।
