এম,এ রাশেদ
বগুড়ার শিবগঞ্জ উপজলার রায়নগর ইউনিয়নর আচঁলাই পূর্বপাড়া গ্রামর সফল কষক মাঃ ফরিদ উদ্দিনর ফুলকপির বীজতলা চারা গাছ ক বা কাহারা রাত আধার পানা মারা ঔষধ স্প্রে করে প্রায় ৫ হাজার চারা গাছ নষ্ট করে ফেলেছে।
এব্যাপারে ফরিদ উদ্দিন বলেন, অনেক আশা করে আমি কপি চারা রােপন করার জন্য জমি তৈরি করছি। কি দুঃখের বিষয় ফুলকপির বীজতলা পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কে বা কাহারা পানা মারা ঔষধ স্প্রে করে ফুলকপির চারা গাছ নষ্ট করে ফেলেছে ।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
