এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর ধ্রুবতারা স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে মরহুম শাহীনুর কবির শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার গাংনগর স্কুল মাঠে গাংনগর খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় গাংনগর খেলোয়াড় কল্যাণ সমিতি, গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতিকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ী ও রানার চাপ দলের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রফি তুলেদেন শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ,শরিফুল ইসলাম জিন্নাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, জেলা জাপানেতা সামছুল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিব,
এসকেন্দার আলী শাহানা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, ধ্রুব তারা সংগঠনের সভাপতি গোলাম দস্তগীর, জামিল আহমেদ জেনিস, ফেরদাউস রহমান, ইউপি জাপা নেতা মাসুম আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান প্রধান শিক্ষক ফসিয়ার রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।
খেলাটি হাজার হাজার নারী পুরুষ উপভোগ করেন।
প্রসঙ্গতঃ দ্রব বতারা স্বেচ্ছাসেবী সংগঠনের এক যুগপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মরহুম শাহীনুর কবির শিমুল এর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।