বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ বিদ্যমান আন্ত: ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে সম্প্রীতি সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, থানা অফিসার ইনচার্জ মুঞ্জুরুল আলম, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, আবু জাফর মন্ডল ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু, সাধারণ সম্পাদক সুবির দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র অধিকারী, গণেষ প্রসাদ কানু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী,আব্দুর রাজ্জাক বেলাল, শিবগঞ্জ বরকতিয়া মসজিদের ঈমাম মাওঃ আলগীর হোসেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, নির্বাচন অফিসার আনিসুর রহমান প্রমুখ।