এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে পৌর মিলনায়তনে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, আওয়ামীলীগ নেতা হাবিবুল আলম মাস্টার, এমদাদুল হক, সাহাবুদ্দিন শিবলী, সোহেল রানা মিন্টু, রাসেল আহমেদ, স্বেচ্ছা সেবকলীগ নেতা সাইদুর রহমান, আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা আবু রায়হান, রাকিব হোসেন, আবু তাহের, প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে পৌর সভার আয়োজনে কলেজ পাড়ায় গরীব, দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, পৌর অফিস সহকারী বদিউজ্জামান, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায় প্রমুখ।