এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের বুড়িগঞ্জ দামগাড়া পাকা রাস্তার গামড়া গ্ৰামের ৫০০ মিটার এইচবিবি রাস্তার উদ্বোধন করা হয়। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে রাস্তাটির শুভ উদ্বোধন করেন ৩৭ বগুড়া ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উদ্বোধন শেষে গামড়া গ্রামবাসীর আয়োজনে মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান ইসকেন্দার আলী শাহানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,
সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মোতাবেক মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী , জাতীয় পার্টির নেতা নজরুল ইসলাম, আনোয়ার হোসেন বাবু, আব্দুল হাই বাচ্চু সহ গামড়া গ্রামের সর্বসাধারণ। ২০২২/২০২৩ অর্থ বছর এর, বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ঠিকাদারি প্রতিষ্ঠান জামান এন্টারপ্রাইজ, শেরপুর বগুড়া। দোয়া পরিচালনা করেন গামড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম।