এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৭লিটার ২০০মিলি চোলাই মদসহ সাঈদ হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত রোববার (১৩ই নভেম্বর) রাত সাড়ে ৮টায় সান্তাহার স্টেশনের ৩নম্বর প্লাটফর্মের ওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাঈদ হোসেন আদমদীঘি উপজেলার ডালম্বা গ্রামের বাবলুর ছেলে। সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক সোলায়মান হোসেন জানান, গত রোববার রাতে
সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় চোলাইমদ বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে।
এমন গোপর সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে স্টেশনের ৩নম্বর প্লাটফর্মের ওভার ব্রিজের নিচ থেকে ৭লিটার ২০০মিলি চোলাই মদসহ সাঈদ নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
