স্টাফ রিপোর্টার
উপজেলা দিবস উপলক্ষ্যে রোববার (২৩ই অক্টোবর) সকাল ১১টায় বগুড়া সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার গার্লস স্কুল মোড় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে গার্লস স্কুল মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোকছেদুল আলম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, সহ সভাপতি তহসিন আলী, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ জ্জামান আঙ্গুর, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন প্রমুখ।
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
