এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চর থেকে ১৬ ফিট লম্বা ৩৮ কেজি ওজনের গাঁজার গাছসহ জয়নাল আবেদীন (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে বোহাইল ইউনিয়নের শংকরপুর চরের মধ্যপাড়ার মৃত হোসেন সরকারের ছেলে ।
সোমবার দিবাগত রাতে পুলিশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে । এ ব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযান পরিচালনা করে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
তার বাড়ীর ওঠান থেকে ১৬ ফিট লম্বা ৩৮ কেজি ওজনের ১টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রজু করে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
