http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 8 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. গাইবান্ধা
  10. চাকরি
  11. জয়পুরহাট
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাবেক সেনা সদস্য নিহত!

admin
October 8, 2022 4:58 pm
Link Copied!

এম,এ রাশেদ

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৮) নামেzর এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কৈগাড়ি এলাকায় হোমিও কলেজের পাশে এ ঘটনা ঘটে। নিহত জাকির চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাঁথিয়াখালি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় ক্যান্টনমেন্ট পাড়ায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী মমতাজ বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি (জাকির) মোবাইলে জানিয়েছেন শহরের কলোনী এলাকায় যাচ্ছেন। রাত ৯টার দিকে তিনি খবর পান ফুলদীঘি উত্তরপাড়া এলাকায় হোমিও কলেজের পাশে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

বগুড়া শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোমিও কলেজের পাশে জাকির হোসেনকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পলিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীদের হাতে তিনি খুন হয়েছেন। ঘটনার পর থেকেই হামলাকারীদের চিহ্নিত করতে চেষ্টা চালানো হচ্ছে। মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।।

আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।