বগুড়া জেলা প্রতিনিধি:
ভেট’স সোসাইটি অব বগুড়া (ভিএসবি) এর আয়োজনে বগুড়া সদর উপজেলার নামুজা ভান্ডারী পূর্ব পাড়ায় আজ শনিবার সকাল ৯ঃ০০ ঘটিকায় ” ফ্রী ভেটেরিনারি সার্ভিস ” অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের প্রাণিসম্পদে নতুন দিগন্তের সূচনাকারী, তরুণ প্রজন্মের আইডল, জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক প্রাপ্ত শেরপুর উপজেলার সুযোগ্য উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রায়হান পিএএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক এর লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর ডাঃ জিনাত ফাতেমা, বগুড়া ভেট এন্ড পেট কেয়ারের কনসালটেন্ট এন্ড সার্জন ডাঃ বুলবুল হোসেন, বগুড়া পেট কনসালটেন্সির কনসালটেন্ট এন্ড সার্জন ডাঃ মোঃ আজিজুল হাকীম।
ভেট’স সোসাইটি অব বগুড়ার জিএস মোঃ হাবিবুল্লাহ শেখ এর ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেট’স সোসাইটি অব বগুড়ার ভিপি মোঃ তাওহীদুল ইসলাম সুমন।
এছাড়াও ভেট’স সোসাইটি অব বগুড়ার অন্যান্য সদস্যবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খামারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।