এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া পদাতিকের সিনিয়র সহ-সভাপতি, যাত্রা ফেডারেশন জেলা শাখার সভাপতি ও কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুস সাত্তার বুলবুলের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর শহীদ টিটু মিলনায়তনে বগুড়া পদাতিক পরিবার ও বাংলাদেশ যাত্রা ফেডারেশন জেলা শাখার যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বগুড়া পদাতিকের সভাপতি এ্যাডভোকেট আমির হোসেন আমিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিকের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, দপ্তর সম্পাদক সাংবাদিক এইচ আলিম, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান,
যাত্রা ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, মরহুমের স্ত্রী মোছা. ফেরদৌস খানম, ছেলে ফাইহান বুলবুল সিজা।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া নাট্যগোষ্ঠীর সভাপতি জাহিদুর রহমান মুক্তা, নন্দন শিল্পি গোষ্ঠীর সভাপতি মতিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক রনজু ইসলাম, সহ-সভাপতি আমিনুল হক আরজু, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, কার্যনির্বাহী সদস্য হাসান আলীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা