এম,এ রাশেদ
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ডাঃ মকবুল হোসেন পেয়েছেন আনারস প্রতীক। অন্যদিকে কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ১২ ওয়ার্ডে ৩২ জন সাধারণ সদস্য ও চার ওয়ার্ডে ১৫ জন সংরক্ষিত সদস্যের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বগুড়া জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে ভোটারসংখ্যা ১ হাজার ৬২৫। এর মধ্যে দুজন মারা গেছেন। ভোটারদের মধ্যে আছেন উপজেলা পরিষদের ১২ জন চেয়ারম্যান, ২৪ ভাইস চেয়ারম্যান, বগুড়ার ১২ পৌরসভার ১২ মেয়র, ১৬০ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, ১০৯ ইউপি চেয়ারম্যান এবং ১ হাজার ৩০৮ জন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য।