এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিকের গর্ভধারিণী মা ও ভাইস চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম বাদশা মল্লিকের স্ত্রী মোছাঃ হাবিবা মল্লিক (৯৫) গত রাত্রি সোয়া বারোটার দিকে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার ১২ জানুয়ারি বাদ যোহর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পূর্ণ হবে। অত্যন্ত বিনয়ী ও শুদ্ধাচার নারী হিসেবে তিনি সকলের নিকট পরিচিত ছিলেন। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন আলম, ধুনট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক গিয়াসউদ্দিন টিক্কা,সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, সাংবাদিক কারিমুল ইসলাম লিখুন,সাংবাদিক রাকিবুল ইসলাম লাল,সাংবাদিক জিল্লুর রহমান, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক নিয়াউমুল ইসলাম,সাংবাদিক আতিকুল ইসলাম’সহ মথুরাপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
এপ্রসঙ্গে চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক বলেন,আমার আম্মার জন্য দোয়া করবেন। মানুষ ভুল ত্রুটির উর্ধ্বে নয়। আমার মা যদি কোন ভুল ত্রুটি করে থাকেন আল্লার ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আমার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।