এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে নিখোঁজের ২০ ঘন্টা পর যমুনা নদী থেকে হায়দার আলী (৬৪) নামের এক বৃদ্ধের মৃত্যু লাশ করেছে স্থানীরা।
মঙ্গলবার (৩ জানুয়ারী) সকাল ৯ টায় উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের যমুনা নদীর শিমুলবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত হায়দার আলী উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, হায়দার আলী প্রতিদিনের ন্যায় গত সোমবার দুপুরে যমুনা নদীর শিমুলবাড়ী ঘাট এলাকায় গোসল করতে যায়। এরপর সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে।
এর এক পর্যায়ে যমুনা নদীর ঘাটে তার পরনের কাপড় পড়ে থাকতে দেখে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন নদীর পানিতে নেমে খোঁজার ভাসমান অবস্থায় হায়দার আলীর মৃতদেহ উদ্ধার করে। নিহত হায়দার আলীর ছেলে মেহেদী হাসান জানান এ তথ্য নিশ্চিত করে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন অফিসার গিয়ে পরিদর্শন করা হয়েছে। নিহতের বিষয়ে থানায় একটি আনইউজুয়াল ডেথ (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।