এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কিন্ডার গার্টেন আয়োজিত ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও অভিভাবক সমাবেশ -২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ।
ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেজাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ আব্দুল মালেক ট্রাস্টের সেক্রেটারী হারুনুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক আশাদুল ইসলাম,
সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুল আলীম, নূরুল আলম, এনামুল হক, আব্দুস সাত্তার, সরকার রিখন আক্তার রিক্তা, শিক্ষক শিউলি খাতুন, আলহাজ উদ্দিন, আইয়ুব লোহানীসহ শিক্ষক বৃন্দ, অভিভাবক আব্দুল কাশেম, নজরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস , কমিটির সদস্য নূরুন্নবী, জুলেখা খাতুন স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।