শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কে ৫৫ বছর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উদগ্রামের রানীরহাট টু চান্দাইকোনা রাস্তার উপর এ লাশ পাওয়া যায়। ওয়ার্ড মেম্বার ইউসুফ আলী ও স্থানীয়রা জানান, সকাল বেলা রাস্তার উপর লোকজন ভীড় দেখতে পায়। এ সময় সেখানে গিয়ে দেখতে পায়। ভারসাম্যহীন অজ্ঞাত ব্যাক্তিটি হাট-বাজর ও এলাকার মাঝে ঘোরাফেরা করতো। তার লাশ রাস্তার উপর পরে আছে। লাশটির বুকের ডান পাশে ও ডান পায়ের হাটুর উপরে যখমের দাগ ছিল। তবে কেউ তাকে চিনতে না পারায় লাশটি শেরপুর থানা হেফাজতে দেওয়া হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। কারণ জানতে লাশটি ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
