http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 6 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে টাকা নিয়ে নিয়োগ না দেয়ার অভিযোগ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে

admin
January 6, 2023 1:02 am
Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে ঝাঁজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য টাকা নিয়ে নিয়োগ না দেয়ার অভিযোগ উঠেছে অত্র বিদ্যালয়ের সভাপতি সেলিম রেজার বিরুদ্ধে। এমনকি সেই টাকা ফেরত না দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ে শূন্য পদে নিয়োগের জন্য গত ২১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই মোতাবেক ৩১ জুলাই গাড়িদহ ইউনিয়নের রাণী নগর গ্রামের দবির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করেন।

চাকরীর বিষয়ে ওই বিদ্যালয়ের সভাপতি সেলিম রেজার কাছে গেলে সে ৬ লাখ টাকা দাবি করে। পরে ৩ অক্টোবর চাকরী নেয়ার জন্য সেলিম রেজাকে ৬ লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হলে মনিরুজ্জামান সভাপতির কাছে বিষয়টি জানতে চায়। তখর সভাপতি তার কাছ থেকে আরো ৪ লাখ টাকা দাবি করে। সেই টাকা দিতে অপারগতা স্বীকার করলে অন্য কাউকে চাকরী দেয়ার কথা জানায়। তখন মনিরুজ্জামান তার দেয়া ৬ লাখ টাকা ফেরত চাইলে সভাপতি সেলিম রেজা তালবাহানা করে আসছে। এ ঘটনায় গত ৩ জানুয়ারী বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে ভুক্তভোগী মনিরুজ্জামান জানান, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার কথা বলে ঝাঁজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সেলিম রেজা আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছে। অথচ আমাকে নিয়োগ না দিয়ে আরো বেশি টাকার বিনিময়ে অন্য কাউকে নিয়োগ দেয়ার পায়তারা করছে। নিয়োগের জন্য পরীক্ষার চিঠি তিন কর্মদিবসের আগে দেয়ার কথা থাকলেও আমাকে চিঠি দিয়েছে ৪ ডিসেম্বর বিকেল ৫ টায়। যাতে করে আমি সময়মত পরীক্ষার স্থানে উপস্থিত হতে না পারি। এ ব্যাপারে ঝাঁজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সেলিম রেজার সাথে ০১৭৫৭৩৫১২৩৬ এই নাম্বারে কথা বলার জন্য যোগযোগ করা হলে সে ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সানজিদা সুলতানা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।