শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পূজা মন্ডবে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারানো রুপম কর্মকার জগোর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন শেরপুর টাউন বারোয়ারী দুর্গোৎসব কমিটি। ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শেরপুর টাউন বারোয়ারী দুর্গোৎসব কমিটির নেতৃবৃন্দ এই সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শেরপুর টাউন বারোয়ারী শারদীয় দুর্গাৎসব কমিটির সভাপতি স্বপন কুন্ডু,সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোহন্ত,যুগ্ম সম্পাদক তাপস বসাক, কোষাধক্ষ্য অনুপ কুন্ডু প্রমুখ।
উল্লেখ্য গত ৫ অক্টোবর বুধবার বিকেলে শেরপুর পৌর শহরের শিশুপার্ক পুবালী সংঘের পূজাম-পে বিজয়া দশমীতে প্রতিমা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারায় রুপম কর্মকার জগো। স্থানীয়রা জানান, মন্দিরের ভিতরে ডেকোরেটরের অব্যবস্থাপনা এবং নিম্নমানের তার ব্যবহারের ফলে পুরো মন্দির বিদ্যুতায়িত হয়েছিলো। মন্দিরে প্রতিমা নামানোর সময় টিনশেডে হাত পড়লে সেখানেই বিদ্যুতায়িত হয়ে তার প্রাণহানি ঘটে।