http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 2 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. গাইবান্ধা
  10. চাকরি
  11. জয়পুরহাট
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে মাদক বিক্রেতা হালিমা গ্রেফতার

admin
February 2, 2023 6:04 pm
Link Copied!

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তরসাহা পাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক বিক্রেতা হালিমা খাতুন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১ ফেব্রুয়ারী বুধবার বিকালে  ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা হালিমাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শেরপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মো. ছাম্মাক হোসেন বলেন, পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী হালিমা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে পৌর শহরের উত্তর সাহা পাড়ায় হালিমার বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। এসময় তার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ইতিপূর্বে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা বিচারাধিন রয়েছে। এই নিয়ে তাকে সপ্তমবারের মত গ্রেফতার করা হলো।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মাদক সম্রাজ্ঞী হালিমার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শেরপুরকে মাদকমুক্ত করতে শেরপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।