http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 1 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই উৎসব পালিত

admin
January 1, 2023 11:03 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

সরকার ঘোষিত সারাদেশে শিক্ষার্থীদের হাতে ২০২৩  ইংরেজী নতুন বছরের প্রথম দিন আজ ১ জানুয়ারি রবিবার সারা দেশে শিক্ষার্থীদের হাতে  প্রথম দিনে  নতুন বই উৎসবের  অংশ হিসেবে বগুড়ার শেরপুরে ও উৎসব মুখর পরিবেশে  প্রাথমিক, হাইস্কুল,

মাদ্রাসাসহ বিভিন্ন কেজি, কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে  শিক্ষার্থীদের  উচ্ছাস  মুখর  উপস্থিতিতে  স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং  কমিটির নেতৃবৃন্দ এবং অভিভাবক গনের উপস্থিতিতে  শিক্ষার্থীদের মাঝে  বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করেন ।

সরেজমিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়  বই বিতরনের সময়   ছাত্র -ছাত্রীদের স্বতস্ফুর্ত উচ্ছাস মুখর উপস্থিতি। এসব শিক্ষার্থীরা সরকারের  বিনামুল্যের নতুন পাঠ্যপুস্তক হাতে  পেয়ে আনন্দে মহাখুশি।

শেরপুর উপজেলার উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসায় নতুন বই উৎসব পালিত হয়েছে এসময় শেরপুর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি মজিবুর রহমান মজনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিতা সুলতানা,

আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন উপস্থিত ছিলেন, এছাড়া ও সরকারী ডিজে মডেল উচ্চ বিদ্যালয়, ছোনকা উচ্চ বিদ্যালয়, বিশ্ব উচ্চ বিদ্যালয়,  ছোনকা সরকারি প্রাথমিক, কমফোর্ট ইন্টারন্যাশনাল স্কুল ছোনকা, সুত্রাপুর সরকারি প্রাথমিক বিঃ, স্বরো সপ্রাবি,  বিদ্যালয়,

দড়ি হাসড়া দাখিল মাদ্রাসা, বিরল শহীদ তোরকানিয়া দাখিল মাদ্রাসা, রাজারদিঘী দাখিল মাদ্রাসা, তালতা উচ্চ বিদ্যালয়, কচুয়াপাড়া উচ্চ বিদ্যালয়,খানপুর উচ্চ বিদ্যালয়, বেটখৈর উচ্চ বিদ্যালয়, সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১ জানুয়ারী রোববার সকাল ১০ দশটা থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।