এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থীর পক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ার কাহালু মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা/পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ।
কাহালু উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, শ্রম বিষয়ক সম্পাদক এস এম রুহুল মোমিন তারিক, কার্যনির্বাহি সদস্য আলহাজ্ব অধ্যক্ষ এ এন এম আহছানুল হক, তৌহিদুল করিম কল্লোল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আব্দুল হাকিম,
কামাল উদ্দিন কবিরাজ, আব্দুল হান্নান, বদরুজ্জামান খান বদের, মানিক উদ্দিন কবিরাজ, এ্যাডঃ আনোয়ার হোসেন পায়েল, যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পংকজ মুখার্জী, হুমায়ন কবির, প্রচার সম্পাদক রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মামুন হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন,
আওয়ামীলীগনেতা ও জামগ্রাম ইউ পি চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন খোকন, নারহট্ট ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম, আওয়ামীলীগনেতা ও সাবেক ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইফনুস আলী টনি, উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহিন ফকির,উপজেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল করিম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন রাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।