শেরপুর বগুড়া প্রতিনিধি:
আগামী ৭ ই জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর বগুড়া-৫ আসনের শেরপুর-ধনুট থেকে তিন বারের নির্বাচিত এমপি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমান এমপি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়া হয়নি।
টানা ৩ বারের এমপি আলহাজ্ব হাবিবুর রহমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, এজন্য বিকল্প প্রার্থী হিসাবে শেরপুর ধনুটের জনগণের জন্য স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে এমপি পদে এমপিপুত্র আসিফ ইকবাল সনি লড়বেন।
বর্তমানে এমপিপুত্র মুহম্মদ আসিফ ইকবাল সনি বগুড়ার রাজনীতিতে যুক্ত আছেন শক্তভাবেই। এমপিপুত্র আসিফ ইকবাল সনি, সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা আওয়ামী লীগ। সদস্য, কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই স্বতন্ত্র এমপি পদে প্রচারের জন্য পোস্টার ছাপিয়েছেন তিনি।