দৈনিক প্রাণের শহর বিডি স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপে ফাইনালে উঠে গেছে বিশ্বের জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা। এ উপলক্ষে বগুড়ায় আনন্দ র্যালী করেছে সমর্থকেরা। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহরের আলতাফুন্নেছা মাঠ থেকে র্যালিটি বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় কয়েকশো আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক আসেন।
এদিন বাংলাদেশের জাতীয় পতাকা, আর্জেন্টিনার পতাকা ও প্রিয় দলের জার্সি শরীরে জড়িয়ে আনন্দ র্যালীতে অংশ নেয় সমর্থকেরা। পরে র্যালীতে বিভিন্ন গানের তালে তাল মিলিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন তারা।
এছাড়াও কাঠের তৈরী বিশ্বকাপ এবং আকাশী-সাদা রঙে সাজানো অটোরিকশা নিয়ে হাজির হয়েছিলেন দু’জন সমর্থক।
বগুড়া আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক সজল শেখ বলেন, কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা হার দিয়ে শুরু করলেও সময়ের ব্যবধানে তারা নিজেদের সেরা প্রমাণ করেছে। প্রথম ম্যাচের দুর্ঘটনায় পুরো দলকে উজ্জীবিত করেছে। আর এ কারণেই দলটি আজ ফাইনালে পৌঁছে গেছে। আমরা আশা করছি, মেসি তার শেষ বিশ্বকাপটি জয় দিয়ে ইতি টানুক।।