এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার মাইজড়ী ইউনিয়নের চকপাড়া গ্রামের বাদশা মিয়ার তালাকপ্রাপ্ত স্ত্রী রেহেনা বেগমের (৩৫)বাড়ী বেদখল করে রেগেছে প্রতিপক্ষ মকবুল গংরা ৷
শনিবার (১৪ই জানুয়ারি) সরেজমিনে গিয়ে স্থানিয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় গত প্রায় ৩০ বছর পূর্বে তালাক প্রাপ্ত রেহেনা বেগমের শশুর- মতিয়ার রহমান একই গ্রামের মৃত রফাত শেখের পুত্র মৃত পলু শেখের নিকট থেকে রেওয়াজ মূলে ৩৩ শতক জমি দলিল করে নেন ৷
পরবর্তিতে সেখানে বসত বাড়ী নির্মান করে বসবাস করে আসছিলেন ৷ অভাব অভিয়োগের কারনে ওই জমির অর্ধেক – (১৬.৫ ) বিক্রি করে দেন শশুর মাতিয়ার রহমান ৷এরই ধারাবাহিকতায় – গত ৮ মাস পূর্বে ওই জমিতে জোরপূর্বক দখল নেওয়ার জন্য দুটি টিনের ঘর উঠায় প্রতিপক্ষ মকবুল গংরা ৷
দখলকৃত উঠানো ওই ঘরে বর্তমান রোহেনা বেগম তাঁর ৩ কন্যা সহ বসবাস করে আসছেন ৷ রেহেনা বেগমের অভিযোগ,দলিল মূলে জমি আমার শশুর মতিয়ার রহমানের হলেও জবর দখল করে প্রতিপক্ষ আমাকে উচ্ছেদের অপচেষ্টা করে যাচ্ছেন। তালাকপ্রাপ্ত, হত দরিদ্র রেহেনা বেগমের বাড়ীতে প্রতিপক্ষরা প্রায়সই দখল নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন ৷ যে কোন মুহুর্তে রক্তক্ষয়ি সংঘর্ষ এমনকি প্রান নাশের সম্ভাবনা রযেছে ৷ এমতবস্থায় শান্তি শৃংখলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ৷
