https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম

চাকুরী জাতীয়করণের দাবিতে বগুড়ায় গ্রাম পুলিশ বাহিনীর মানববন্ধন

admin
October 31, 2022 3:52 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়াধীন স্থানীয় আইন শৃংখলা রক্ষায় ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসক চত্বরে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।

এরপর বেলা ১২টায় সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী বরাবর স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক মো. মামুনুর রশিদের নিকট স্মারকলিপি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, সংগঠনের জেলা শাখার সভাপতি বিশ্বনাথ দাস, সাধারণ সম্পাদক আতাব্বুর রহমান, সহ-সভাপতি শিবনাথ, সাংগঠনিক সম্পাদক দিপচাঁন, সদর উপজেলার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রতন চন্দ্র, গাবতলীর বাদশা মিয়া, রমেশ, শিবগঞ্জের মাসুদ, শফিকুল ইসলাম, শেরপুরের লাল মোহন ও নজরুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী প্রজাতন্ত্রের স্বীকৃত কর্মচারী। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ। প্রতি ক্ষণে ক্ষণে জীবনমান উন্নয়ন হচ্ছে এদেশের জনগনের ও সরকারের প্রতিটি মন্ত্রনালয়ের অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীগণের। অথচ গ্রামীন আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সরকারের আদেশ ও নির্দেশ অনুসারে প্রায় ৭০ প্রকারের কাজ ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে আসছে। কিন্তু শ্রম অনুযায়ী শ্রমের ন্যায্য মূল্য হতে বঞ্চিত এই ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য। গ্রাম পুলিশ বাহিনী বর্তমানে বেতন দফাদার ৭ হাজার টাকা ও মহল্লাবাদার ৬ হাজার ৫শত টাকা পেয়ে থাকেন। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে নামমাত্র বেতনে পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিন যাপন করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য ও পরিবারের একটাই দাবি আপনি গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিটি বাস্তবায়ন করবেন।।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।