এম.এ রাশেদ
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) এবার দুর্গাপুজা উৎসব বগুড়া জেলাসহ সারা দেশে সুষ্ঠ সুন্দর ভাবে পূজা উদযাপিত
হবে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শারর্দীয় দুর্গাপুজা উৎসবমুখর পরিবেশে শান্তিপুর্ন ভাবে
উদযাপনের জন্য সর্বত্র আইনশৃংখলা বাহিনীর পক্ষে সব ধরনের সহযোগীতা দেয়া হবে।
পুজা মন্ডব গুলোতে পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি সাদাপোষাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা
নজরদারি করবেন। দুর্গাপুজা উৎসবে যে কোন ধরনরে বিশৃংখলা কঠোর ভাবে মোকাবেলা করা
হবে। তিনি গত ১অক্টেবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আদমদীঘির তালশন কালিবাড়ি
দুর্গামন্দিরে সনাতন ধর্মাম্বলি সম্প্রদায়ের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্যে এ কথা বলেন, শিবেশ কুমার মৈত্র ঈদুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ
অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ। আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা
মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মনজুআলা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান
সালমা বেগম চাঁপা, অফিসার ইনচার্জ রেজাউল করিম, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির সরকার
প্রমূখ। উল্লেখ্য : এবার অত্র উপজেলায় ৬৫ মন্ডবে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।