এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন বগুড়ার উদ্যোগে ২০২২ সালের বগুড়া জেলার ৬ উপজেলার ১১টি কেন্দ্রে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টায়
সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়, বাগবাড়ী এস ইউ ফাজিল মাদ্রাসা, আড়িয়া রহিমা বাদ উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর, বীরগ্রাম আল হুদা দাখিল মাদ্রাসা,শাজাহানপুর, সামিট স্কুল ও কলেজ, শেরপুর, ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,শেরপুর, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়,সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় সোনাতলা,ও টি এম মেমোরিয়াল স্কুল সোনাতলা কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদ বলেন, ২০২২ সালে বগুড়া জেলার ৬ টি উপজেলার প্রায় ৪ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪৩১শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে।এতে ৫৫৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।৮৯৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের উপদেষ্টা, পল্লী উন্নয়ন একাডেমি স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ সেখ মোঃ আব্দুল মান্নান, মহাপরিচালক হাবিবুর রহমান হাবিব, সাবেক মহাপরিচালক রায়হানুল হক রানা, আল- আমিন,মোঃ আব্দুল হালিম, রাসেল হোসেন, দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের মহাপরিচালক ওমর ফারুক, সাবেক মহাপরিচালক মাজেদুর রহমান জুয়েল, দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদ, সদস্য সচিব জোবায়ের আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহিম ও রেজিস্ট্রার ওয়ারাসাতুল মোস্তফা সোহাগ।
দ্যা ব্রিলিয়্যান্ট’স ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক হাবিবুর রহমান হাবিব,
বলেন,দ্যা ব্রিলিয়্যান্ট’স ফাউন্ডেশন একটি সেবা মুলক প্রতিষ্ঠান। আমরা প্রতি বছর ছাত্রদের মেধা বিকাশের জন্য মানব সেবায় উৎসাহদান,চারিত্রিক মাধুর্যের সৃষ্টি, মৌলিক মানবীয় গুণ অর্জন সহ জীবন জগতের স্রষ্টার প্রতি অনুগত্যশীল,সমাজ-রাষ্ট্রের যোগ্য ও আদর্শ নাগরিক তৈরির জন্য কাজ করে যাচ্ছি।