এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ফল মার্কেট জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং লিফলেটে ছেয়ে গেছে শহরের স্টেশন রোডসহ জেলার বিভিন্ন এলাকা।
মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দের পর থেকেই বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা নিজ নিজ নামে প্রচার মাইকে বাজাচ্ছেন বিভিন্ন রকমের নির্বাচনী প্রচারণার গান। কর্মী-সমর্থকদের নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে ভোট প্রার্থনা আর দোয়া চেয়ে দিন-রাত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ নির্বাচনের সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফল ব্যবসায়ী মো. আলমগীর হাসান।
তিনি তার পছন্দের “আনারস” প্রতীক নিয়ে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। গতকাল বিকেলে শহরের থানা মোড়সহ কাঁঠালতলা ফল মার্কেটে গণসংযোগ চলাকালে তিনি ব্যবসায়ী ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তার প্রতীক “আনারস” মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় আলমগীর হাসান বলেন, ব্যবসায়ীদের ভালোবাসা ও সমর্থনে প্রার্থী হয়েছি। অবহেলিতদের দুঃখ-দূর্দশা লাঘবে সর্বদা সচেষ্টা করে থাকি। আশা করি আমার শ্রম ও ত্যাগকে মূল্যায়ন করে আগামী শনিবার ১২ নভেম্বর নির্বাচনে “আনারস” প্রতীককে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন সাধারণ ব্যবসায়ী ভোটারবৃন্দ এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
এসময় তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে সমিতির উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি সমিতির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের নিয়ে অবকাঠামোগত উন্নয়নেও ভূমিকা রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। বিগত দিনে তাদের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছি, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
গনসংযোগকালে ফল ব্যবসায়ী আমজাদ হোসেন, রফিকুল ইসলাম রফিক, আব্দুল বারী, নাফিস শেখ, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, বাদল মোল্লা, হান্নান ব্যপারী, চেরু ব্যপারী, বারু ব্যপারী, শ্রী সনাতন, শ্রী বিনয় চন্দ্র, প্রকাশ চন্দ্র, আব্দুল হালিম, সেলিম শেখসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।।