এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর রাজু হোসেন পাইকাড় রাজুর মমতাময়ী মা জহুরা বেগম এর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বাদ যোহর শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া টিলা মসজিদ সংলগ্ন মাঠে আদায় করা হয়। জানাযার পূর্বে মরহুমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
মরহুমার জানাজায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক শ’ মানুষ অংশগ্রহণ করেন। এরপর তার নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু ইউসুফ আলী। এসময় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হাসান রাজু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান,
খোরশেদ আলম, মিস্টার, পারভেজ, আশরাফ, স্বপন, ফিরোজ, জনিসহ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ আত্মীয় স্বজন ও এলাকার মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জহুরা বেগম। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ফুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের আলহাজ্ব জবেদ আলী পাইকাড় এর সহধর্মিনী ও বিএনপি নেতা ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়ের মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি স্বামী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য নাতনি ও আত্মীয় স্বজন রেখে গেছেন।।