এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার
বগুড়া সদর ফাঁড়ির পৃথক অভিযানে ৪১ পিস ট্যাপেন্ডাডল ও ১৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মোঃ আসলাম হোসেনের ছেলে মোঃ মারুফ হোসেন (২২), একই এলাকার মোঃ ফটিকের স্ত্রী মোছাঃ পারভীন আক্তার (৩৫) অপরজন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ঝিকরা তালুকদার পাড়ার মোঃ আজাদ ব্যাপারীর ছেলে আল আমিন (৩০)।
জানা গেছে, বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টায় বগুড়া সদর ফাঁড়ির একটি টিম শহরের হাড্ডিপট্টি এলাকা থেকে মোঃ মারুফ হোসেনের কাছ থেকে ২৯ পিস ও মোছাঃ পারভীন আক্তারকে ১২ পিস ট্যাপেন্ডাডলসহ গ্রেফতার করা হয়।
অপর দিকে দুপুর ১২টায় শহরের দত্তবাড়ি এ্যাজমা কেয়ারের সামনে থেকে আল আমিনকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।