এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার সকালে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় শুভ উদ্বোধন অনুষ্ঠান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্ধোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা ।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন,
সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, ইউপি চেয়ারম্যান এনামুল হক রুমি, ইউপি জিয়াউর রহমান জিয়া, ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম, নামুজা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, অধ্যক্ষ সুলতান আহমদ,
গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম, নুনগোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদ হাসান, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হান্নান, ইউপি শফিকুল ইসলাম শাফি সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষক এবং অতিথিবৃন্দ।
