এম,এ রাশেদ
বগুড়া সদরের ১নং ফাঁপোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমিনুল হক রকি হত্যা মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় পুনরায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল বিকেলে সদর ইউনিয়নের কৈচর বাজার এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান, ফাঁপোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, ইউপি সদস্য আবু রায়হান, ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা, বগুড়া জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন রতন, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এ্যাড, রাজু মন্ডল, ইউপি সদস্য সুরুজ, নিহত রকির স্ত্রী সাপি আকতার, রকির চাচা আপেল প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত (২৭ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় হাটখোলায় মমিনুল হক রকিকে দুর্বৃত্তরা রামদা দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। নিহত রকি ফাঁপোড় মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।।
