এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বুধবার দুপুরে বগুড়ার কাহালুর দরগাহাট ডিগ্রী কলেজের অডিটোরিয়াম হলরুমে ২০২২ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরগাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও দরগাহাট ডিগ্রী কলেজের গভনিং বডির সভাপতি এস এম রুহুল মোমিন তারিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরগাহাট ডিগ্রী কলেজের গভনিং বডির সদস্য মিজানুর রহমান লেলিন, অত্র কলেজের গভনিং বডির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
দরগাহাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক এস এম ফেরদৌস (শহীদ) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারি অধ্যাপক ওয়াহেদুজ্জামান (চন্দন), প্রভাষক শফিকুল আলম, সহকারি অধ্যাপক আঞ্জুমান আরা, সহকারি অধ্যাপক শাহজাহান আলী, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক মতিয়ার রহমান, বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে মুস্তারি, খায়রুল, শাওন, আফ্রিদি, রনি প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন দরগাহাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুল হান্নান।