এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের ডাক্তার বাড়ীর সামনে লায়ন ডাঃ বোরহান উদ্দিন সম্রাট এর নিজস্ব অর্থায়নে ৫”শ ব্যক্তিবর্গের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগনেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক লায়ন ডাঃ বোরহান উদ্দিন সম্রাট। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম শফিক, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রুহুল আমিন, বগুড়া শহর আওয়ামীলীগের সদস্য মো. ফারুক খান,
আওয়ামীলীগনেতা জাহিদুর রহমান, শামীম, শাহিন খান সহ অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। লায়ন ডাঃ বোরহান উদ্দিন সম্রাট শীতবস্ত্র বিতরণ ছাড়াও গ্রামের রাস্তা-ঘাটের উন্নয়ন ও গ্রামে বিদ্যুৎ আনায়নে ব্যাপক অবদান অব্যাহত রখেছেন।
