এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
শনিবার বিকেলে বগুড়ার কাহালুর শেখাহার হাইস্কুল মাঠে বীরকেদার ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুল হাকিম।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি বগুড়া জেলা কমিটির আহবায়ক, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “আমার সুন্দর দেশ” পত্রিকার সম্পাদক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) আসনের আগাম মনোনয়নপ্রাপ্ত শাহীন মোস্তফা কামাল ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মো. দিলবর রহমান, জাতীয় পাটি বগুড়া জেলা শাখার সদস্য মো. আব্দুল মতিন, জাতীয় পার্টি কাহালু উপজেলা শাখার সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জিল্লুর রহমান, দুপচাঁচিয়া পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোকাব্বর হোসেন মুসা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপানেতা আব্দুল মান্নান মানু, মামুন, আলহাজ্ব আইয়ুব আলী সরদার, মতিউর রহমান মতিন, স্বপন মল্লিক, ফেরদৌস আলী, জামাল সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরকেদার ইউ পি সদস্য যবিবুর রহমান যবু, মনিরুজ্জামান মনির।
সভা শেষে মো. মতিউর রহমান মতিনকে আহবায়ক, আব্দুল হাকিমকে সদস্য সচিব ও স্বপন মল্লিককে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি বীরকেদার ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়।