এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে সেঞ্চুরী সঞ্চয় সমিতির নামে মহাস্থান বাজারের ৪ শতাধিক ব্যবসায়ী সদস্যদের নিকট থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে পরিচালক এনামুল হক উধাও ।
সরেজমিনে মহাস্থান বাজারে গেলে অত্র সমিতির সদস্য ও ব্যবসায়ী রায়হানুল ইসলাস বিপ্লব, ওবায়দুর রহমান, দুলাল হোসেন, মামুনুর রশিদ, ফারুক হোসেন, বাচ্চু মিয়া, জালাল হোসেন, হারুন-উর-রশিদ, তারেক মিয়া, সাজু মিয়া সহ প্রায় শতাধিক সদস্য ও ব্যবসায়ীরা কান্না জনিত কন্ঠে বলেন, আমরা গত ১০ বছর যাবৎ সেঞ্চুরী সঞ্চয় সমিতির পরিচালক ও হাতিবান্দা নাগরকান্দি গ্রামের মৃত:রেজাউল করিমের ছেলে এনামুল হক ও তার বড় ৩ সহদর ভাইদের সহযোগিতায় অত্র সমিতি পরিচালিত হয়ে আসছে।
তারা আরো বলেন বাজারের সদস্যরা তাদের প্রতি অনেক বিশ্বাস করে প্রতিদিন সঞ্চয় রাখেন, প্রত্যক সদস্য ১ শত টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় জমা রাখেন। এ সঞ্চয়ের টাকা অত্র সমিতির ক্যাশিয়ার প্রতিদিন ৮০ থেকে ৯০ হাজার টাকা সদস্যদের নিকট থেকে সঞ্চরে টাকা উত্তলোন করে থাকেন।
এ ব্যাপারে রায়নগর ইউপি চেয়্যারমান শফিকুল ইসলাম শফি বলেন, বাজারের সাধারণ মানুষের কষ্টের টাকা নিয়ে পালিয়ে যাওয়া দুঃখ জনক ব্যাপার। এ ব্যাপারে এনামুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরে তার বড় ভাই রফিকুল ইসলাম বলেন, আমার ভাইয়ের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি-ঘর সবকিছু আলাদা মহাস্থানের ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে অযথা আমাদেরকে জড়িত করে বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমরা কোন ভাই এ সমিতির সাথে জড়িত নেই।
এব্যাপারে শিবগঞ্জ থানার এস.আই বুবেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।