বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলা বিএনপির দ্বি বার্ষিক নির্বাচনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম বাদশা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলী আজগর তালুকদার হেনা।
বুধবার রাত ১০টার দিকে ওই দুটি পদের ভোট গণনা সম্পন্ন হয়। তবে সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে গণনা এখনও শেষ হয়নি। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাংগঠনিক সম্পাদক পদে ভোট গণনা চলছিল।
বিএনপির নেতৃত্ব নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী আজগর আলী বলেন, ‘সভাপতি এবং
সাধারণ সম্পাদক পদে ভোট গণনা শেষ হয়েছে। তবে সাংগঠনিক সম্পাদক পদের গণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফল ঘোষণা করা সম্ভব হচ্ছে না। সব পদে ভোট গণনা শেষ হলে এক সঙ্গে ফল ঘোষণা করা হবে।’
রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, সভাপতি পদে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ হাজার ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি সাইফুল ইসলাম পেয়েছেন ৯১৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে এম আলী আজগর তালুকদার হেনা পেয়েছেন ১ হাজার ৯৪ ভোট। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম স্বাধীন পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট।
নির্বাচনে ২ হাজার ২২২ ভোটারের মধ্যে ৯৭ দশমিক ৪৭ শতাংশ বা ২ হাজার ১৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এর আগে বুধবার দুপুর ১২টায় শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় পর্বে দুপুর ২টায় গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন শুরু হয়।