এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদর মাঝে স্কুল ব্যাগ, বাইসাইকেল, দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহিন, গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবুল ভূইঁয়া, উপজেলা যুবলীগর সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ।