এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদরের রামশহর পীর ডাঃ মুহাম্মদ কাহারুল্লাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া।
মঙ্গলবার দুপুর দেড় টায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে অভিভাবক সদস্য,শিক্ষক/শিক্ষিকা মন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওবায়দুল হক রানা’র সভাপতিত্বে আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়াকে সভাপতি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য আব্দুস সবুর,আল আমিন,বেলাল হোসেন,আপেল মাহমুদ,সংরক্ষিত মহিলা সদস্য মিনি খাতৃন,শিক্ষক প্রতিনিধি আব্দুল করিম,মনিকা খানম,আব্দুল হামিদ।
নব-নির্বাচিত সভাপতি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া উপস্থিত সকল শিক্ষক মন্ডলী,অভিভাবক সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার মান উন্নয়নে তিনি অত্র মাদ্রাসার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।