এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে একটি ইরিবোরো স্কীমে অগভীর নলকুপ বসানো নিয়ে গ্রামে দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষের আশংকা রয়েছে। এ ঘটনায় আদমদীঘির বিনাহালী গ্রামের সোলায়মান আলী বাদি হয়ে একই গ্রামের সাদেকুল ইসলাম বাবুর বিরুদ্ধে উপজেলা নির্বাহি অফিসারের নিকট লিখিত আবেদন করেন।
জানাযায়, আদমদীঘির নসরতপুর ইউপির বিনাহালী মৌজায় জনৈক সোলায়মান আলী ১৯৯৭ সালে পল্লী বিদ্যুতের অনুমোদনে অগভীর নণকুপ স্থাপন করে ইরিস্কীমে পানি সেচ দিয়ে আসছিল। এরই মধ্যে ২০১৪ সালে একই গ্রামের জনৈক সাদেকুল ইসলাম বাবু নামের অপর এক ব্যক্তি গভীর নলকুপ বসানোর জন্য উপজেলা সেচ কমিটি অনুমোদন নেন। সেই সময় সোলায়মান আলীর বসানো অগভীর নলকুপ স্কীমের মধ্যে সাদেকুল ইসলাম বাবু গভীর নলকুপ বসাতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা হলে ২০১৪ সালেই সাদেকুল ইসলামের নামে গভীর নলকুপের স্কীম উপজেলা সেচ কমিটি বাতিল করেন।
এরপর থেকে সাদেকুল ইসলাম বাবু তার গভীর নলকুপের বসানো পাইপ থেকে সাবমারসিবল বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে ইরিস্ক্রীমে সেচ দিয়ে আসছে। এদিকে সোলায়মান আলীর তার আগের বসানো অগভীর নলকুপে পানি কম উঠায় পুনরায় পাইপ বসাতে গেলে সাদেকুল ইসলাম বাবু ও তার লোকজন সম্প্রতি বাধা সৃষ্টি করে। এনিয়ে সোলায়মান আলী ও সাদেকুল ইসলাম বাবুর লোকজনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
সোলায়মান আলী জানায়, তার আগের অগভীর নলকুপ স্কীম রয়েছে। সেই অগভীর নলকুপের পাইপে পানি কম উঠায় পুনরায় সেখানে পাইপ বসাতে গেলে সাদেকুল ইসলাম বাবু ও তার লোকজন অন্যায় ভাবে বাধা সৃষ্ঠি করছে। সাদেকুল ইসলাম বাবু জানায়, তার বসানো সাবমারসিবল বৈদ্যুতিক সংযোগ দিয়ে ইরিস্কীমে পানি সেচ দেয়া হচ্ছে। একই স্ক্রীমে কলহ সৃষ্ঠির জন্য সোলায়মান আলী অগভীর নলকুপ বসানোর চেষ্টা করছে। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার আবেদন পাওয়া নিশ্চিত করে বলেন, তাদের দীর্ঘ দিনের সমস্যা আদালতের মাধ্যমে নিস্পত্তি করার জন্য উভয় পক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।