এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে ডাকাতি, চুরি, যৌতুকসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে নারীসহ ছয় জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আদমদীঘির সালগ্রামের ছোলায়মান আলীর ছেলে রবিউল ইসলামকে ডাকাতি, চুরিসহ একাধিক মামলার, কাল্লাগাড়ী গ্রামের বাবুর ছেলে সুজন আলী ও সান্তাহারের আক্কাছ আলীর ছেলে ভুলু মিয়াকে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এবং সিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে উপজেলার ডালম্বা গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী জরিনা খানম, সান্দিড়া নিশিপাড়ার গিরেন চন্দ্র সরকারের স্ত্রী গীতা রানী ও মলশন আমঝুপি পাড়ার হেলাল মোল্লার স্ত্রী মুনি বেগমকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের গতকাল বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।