https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 13 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ মামলার আসামী র‌্যাবের হাতে আটক

admin
January 13, 2023 1:15 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘিতে পিতামাতাহিন এক ভিক্ষুকের স্বামী পরিত্যক্তা নাতনী ধর্ষণ মামলার আসামী রাহুল বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে দুপচাঁচিয়ার খানপুকুর এলাকা থেকে মামলার তদন্তকারি উপ পরিদর্শক নাজমুল হক র‌্যাব-১২-এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাহুল বাবু আদমদীঘি উপজেলার বশিকোড়া শাহপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে ও বশিকোড়া মাদরাসার ছাত্র।

আদমদীঘির বশিকোড়া শাহাপাড়ার পিতামাতাহিন স্বামী পরিত্যক্ত ওই নারী তার ভিক্ষুক নানীর বাড়িতে থাকে। নানী ও মামার অভাবের সংসারে কোন রকমে খাবার খেয়ে পরের জায়গায় দিনাতিপাত করে। গত বৃহস্পতিবার সকালে ওই নারীর নানী ভিক্ষার কাজে ও মামা শ্রমিকের কাজে বের হয়ে যায়।

এসুযোগে গত সোমবার (৯ জানুয়ারি) একই গ্রামের রাহুল বাবু নামের এক মাদরাসা ছাত্র উক্ত নারীকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের নানী বাদি হয়ে রাহুল বাবুকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি উপ পরিদর্শক নাজমুল হক জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।