এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ তারে জড়িয়ে হেলাল প্রামানিক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম স্কুলপায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক হেলাল প্রামাণিক ওই গ্রামের মৃত মোহন প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার বিকেল ৪টার দিকে হেলাল প্রামানিক তার বাড়ির পাশে রবিশস্য আলু ক্ষেত /আবাদে পানি সেচ দেওয়ার জন্য সাবমারসিবল পাম্প চালু করতে গিয়ে অসাবধানতায় বৈদ্যুতিক তার ডান হাতের আঙ্গুলে জড়িয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই কৃষক হেলাল প্রামানিক মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
আদমদীঘি থানার উপ- পরিদর্শক প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।