এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে সস্তায় মুরগী বিক্রির মাইকিং করতে গিয়ে এক গূহবধূকে ধর্ষণের অভিযোগে এমরান আলী (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এমরান উপজেলার বড় জিনোইর গ্রামের নুর ইসলামের ছেলে। বুধবার সকালে ওই গৃহবধূর স্বামীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, সোমবার সকালে ডাক্তার দেখানোর জন্য ওই গৃহবধূর স্বামী আদমদীঘি বাজারে যান। সেই সুযোগে ওই এলাকায় কম দামে (সস্তায়) ব্রয়লার মুরগী বিক্রি করবে বলে মাইকিংয়ের কাজ করছিলো এমরান আলী নামের ওই যুবক। মাইকিং করাকালে বেলা সাড়ে ১২টায় উপজেলার নিমাইদীঘি গ্রামের দীঘিরপাড় এলাকায় ওই গৃহবধূর বাড়ীতে ঢুকে তার কাছে খাবারের পানি চান।
গৃহবধূ টিউবওয়েলে পানি নিতে গেলে এমরান আলী তাকে পেছন থেকে মুখ চেপে ধরে জোড়পূর্বক ধর্ষণ করে। তার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এলে এমরান দৌঁড়ে পালিয়ে যায়। পরে গৃহবধূর স্বামী বাড়িতে ফিরলে বিষয়টি তাকে জানানো হয়। পরের দিন মঙ্গলবার দিবাগত রাতে তিনি (গৃহবধূর স্বামী) বাদী হয়ে এমরানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
সেই মামলায় বুধবার সকালে এরমানকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ওই গৃহবধূর স্বামীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।