এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১ই ডিসেম্বর) বিকেলে অত্র বালিকা উচ্চ বিদ্যালয় ও কাহালু মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সততা সংঘ ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, এডহক কমিটির সভাপতি গোলাম ফারুক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কাহালু প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।