এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে কৃষক আহসান আলীর আবাদী জমির ফসল কর্তন।
গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের অন্তর্গত টিওর পাড়া গ্রামের কৃষক আহসান প্রাং কের এক বিঘা জমিতে আলু ও হাইব্রিড মিষ্টি লাউ চাষ করেন প্রতিদিনের ন্যায় বিকাল পর্যন্ত জমির পরিচর্যা করেন নিজ বাড়িতে ফিরে যান।
কৃষক আহসান আলী রোববার (১৮ই ডিসেম্বর) সকালে তাহার ফসলের জমিতে আসলে দেখেন মাঝারি সাইজের আলুর ও লাউ গাছ কে বা কাহারা রাতের আঁধারে গাছ গুলির গোড়া উপড়ে ফেলে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত আহসান বলেন আলু এবং লাউ এই জমি থেকেই প্রত্যেক সেজন্যেই প্রায় লক্ষাধিক টাকা বিক্রি করেন।
এখন ক্ষতিটা আমি কি দিয়ে পূরণ করব বলে কান্নায় জড়িয়ে পড়েন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান এর সাথে কথা বললে তিনি জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক ক্ষতিগ্রস্ত কৃষক কে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
